শহরের রাস্তাঘাট কিংবা গ্রামীণ জনপথ; যেদিকেই তাকান, চোখে পড়বে বৈদ্যুতিক তারে সারি সারি পাখি বসে আছে। কখনো একসঙ্গে অনেকগুলো, আবার কখনো দু-একটা একা একা। দৃশ্যটা যেমন পরিচিত, তেমনি কৌতূহলও জাগায়— পাখিরা কেন বারবার তারের ওপর বসে? আর তার চেয়েও বড় প্রশ্ন, তাদের শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না কেন? কেন তারা শকে মারা যায় না? এই রহস্যময় প্রশ্নের জবাব খুঁজেছেন বিজ্ঞানীরা, আর সেই ব্যাখ্যা বেশ চমকপ্রদ।