রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

মিনিটে শতাধিক পেন্সিল ভেঙে রেকর্ড

মিনিটে শতাধিক পেন্সিল ভেঙে রেকর্ড

সংগৃহীত

আমেরিকার আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ। যিনি এক মিনিটে ১১০টি পেন্সিল ভেঙে রেকর্ড গড়েছেন। নাম উঠিয়েছেন গিনেস বুকে।  এছাড়া রাশ সর্বাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হিসাবে পরিচিত। ইউপিআইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে রাশ এক মিনিটে ৯৮টি পেন্সিল ভাঙার রেকর্ড করেছিলেন। 

যদিও পরে এই রেকর্ড বেশ কয়েকবার হাতছাড়া হয়ে যায়। এ কারণে রাশ ১১১টি পেন্সিল ভেঙে নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি নেন। 

২০২৩ সালের ১ ডিসেম্বর রাশ ১১০টি পেন্সিল ভাঙতে সক্ষম হন। রাশ এখন একসঙ্গে ১৬৯টি রেকর্ডের মালিক। তার লক্ষ্য ১৮১টি গিনেস রেকর্ডের মালিক হওয়া।

সূত্র: যুগান্তর

সর্বশেষ: