রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। চলতি মাসের ১৯ জুন পর্যন্ত এই পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তৃতীয় কিস্তির অর্থ যোগ হলে মোট রিজার্ভ বেড়ে প্রায় ২৬ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আইএমএফ। আগামী দুদিনের মধ্যেই ১.১১৫ বিলিয়ন ডলার যোগ হবে রিজার্ভে।

সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এক সপ্তাহে গ্রস রিজার্ভ বেড়েছে ২৬ কোটি ডলার। গত ১৯ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। 

নিট রিজার্ভ বেড়েছে ৩১ কোটি ৮২ লাখ ডলার। গত ১৯ জুন পর্যন্ত যা ছিল ১ হাজার ৯৫২ কোটি বা ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। ১২ জুন পর্যন্ত ছিল ১৯ দশমিক ২১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, আইএমএফ এরই মধ্যে বাংলাদেশকে দেওয়া ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে। আগামী দুদিনের মধ্যেই ১.১১৫ বিলিয়ন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ যোগ হলে মোট রিজার্ভ প্রায় ২৬ বিলিয়ন ডলারে দাঁড়াবে।

উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকায় গত বছরের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের ঋণচুক্তি করে বাংলাদেশ। এর তিনদিন পর প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার ছাড় করে সংস্থাটি। এরপর গত ১৬ ডিসেম্বর আসে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ২০ লাখ ডলার। ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে ঋণের পুরো অর্থ ছাড় করার কথা রয়েছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: