শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নতুন অধ্যায় শুরু করলেন জ্যাকলিন

নতুন অধ্যায় শুরু করলেন জ্যাকলিন

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ। একাধিক বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালে সুজয় ঘোষের ‘আলাদিন’ সিনেমা দিয়ে। বলিউডে যাত্রার দেড় যুগে নতুন সূচনা করলেন এই লঙ্কান সুন্দরী। প্রথম নাম লেখালেন ওয়েব সিরিজে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে ‘গোটস’ নামের সিরিজটি পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এতে জ্যাকলিনের সঙ্গে আছেন নীল নিতিন মুকেশ। এই সিরিজের মাধ্যমে ওটিটি অভিষেক হতে যাচ্ছে নীলেরও। সিরিজে জ্যাকুলিন একজন ড্যান্স মেন্টরের চরিত্রে অভিনয় করবেন। আর নীল থাকবেন একজন সংগীত শিক্ষক।  জানা গেছে, এরই মধ্যে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে।

সিরিজের প্যাকআপের আনন্দে পার্টিও দিয়েছেন সংশ্লিষ্টরা। পার্টির একটি ভিডিওক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করে নীল লিখেছেন, কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। এটি আমার জীবনের অন্যতম সেরা রাত ছিল। আমার প্রথম ওয়েব সিরিজ ‘গোটস’-এর শুটিং শেষের উদযাপন। সিরিজে জ্যাকলিন ও নীলের সঙ্গে আরো আছেন সুমেধ মুড়গলকর, আনুশা মনি, সান্তনা রোচ প্রমুখ। তবে সিরিজটি কোন প্ল্যাটফরমে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

অন্যদিকে, জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। এরপর মডেলিং এর সঙ্গে যুক্ত হন তিনি। ডেলিং থেকেই বলিউডে যাত্রা শুরু হয় তার।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: