শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ

স্যানিটাইজারে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ

হাত করোনামুক্ত রাখতে ব্যবহৃত হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ২ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে।

বুধবার বিচারপতি তারিক-উল হাকিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।

এর আগে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যের গায়ে সতর্কতামূলক নির্দেশনা যুক্ত করার জন্য জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান মিলন রিট দায়ের করেন।

আইনজীবী মাহফুজুর রহমান মিলন বলেন, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রেসহ এ ধরনের দ্রব্যে ব্যবহৃত উপাদান অত্যন্ত দাহ্য পদার্থ। এ দ্রব্যগুলোর গায়ে সতর্কতামূলক নির্দেশনা না থাকায়, অজ্ঞতাবশত এসব দ্রব্য ব্যবহারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এ ধরনের দুর্ঘটনায় একজন ডাক্তার মারা গেছেন। এ কারণে জনস্বার্থে রিটটি দায়ের করেছি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: