সংগৃহীত
আপিল বিভাগের নির্দেশে ছয় জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে কারা উপ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন ও প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করা হয়েছে।
পদোন্নতি পাওয়া ছয় জন হলেন– মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, নুরুননবী ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী ও বজলুর রশিদ আকন্দ। তবে বিভাগীয় মামলা থাকায় ইকবাল কবির চৌধুরী ও বজলুর রশিদ আকন্দকে এখনও পদোন্নতি দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিবের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত বছরের ৪ ডিসেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। আপিল বিভাগ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।
এর আগে ২০ নভেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবকে তলব করেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সেদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
পরে ব্যারিস্টার ইব্রাহিম খলিল ঢাকা পোস্টকে বলেন, ২০২২ সালের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ছয় জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। এ ছয় জন হলেন– মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, .মো বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।
দেড় বছর পেরিয়ে গেলেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এ আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।
সূত্র: ঢাকা পোস্ট