শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

অবশেষে বাপ্পির সঙ্গে প্রেমের সত্যতা নিয়ে মুখ খুললেন জাহারা মিতু

অবশেষে বাপ্পির সঙ্গে প্রেমের সত্যতা নিয়ে মুখ খুললেন জাহারা মিতু

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী। তার বিপরীতে দুটো সিনেমায় অভিনয় করেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জাহারা মিতু। অভিনয়ের সূত্র ধরে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। একসময় এ জুটির প্রেমের গুঞ্জনও চাউর হয়। এদিকে জাহারা মিতুর কারণে অন্য নায়িকার সঙ্গে বাপ্পির প্রেম ভেঙে যাওয়ার খবর রটে। যদিও বিষয়টির সত্যতা প্রমাণিত হয় নি।

গত বছর বাপ্পি গণমাধ্যমে জানান, এক প্রবাসী মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। ঠিক ওই সময়ে জাহারা মিতুর সঙ্গে বাপ্পির প্রেমের গুঞ্জন চাউর হয়। এমনকি, এক নায়িকার সঙ্গেও তার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। আর এমনই ত্রিভুজ প্রেমের গল্প বলেন মিতু।

এ আলাপচারিতার শুরুতে মিতুর কাছে জানতে চাওয়া হয়, নায়ক বাপ্পির সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল। কিন্তু সেটা ভেঙে গেল কেন? এ প্রশ্নের জবাবে মিতু বলেন, ‘বাপ্পি অনেক বোকা! বাপ্পি কোনো কিছুই জাজ না করে অন্য মানুষের কথা শুনে বিশ্বাস করে বসে। আমার কথা হলো তুই তো আমার জামাই না, তুই তো আমার প্রেমিকও না, তুই আমার ফ্রেন্ড। তোর জন্য আমার দরজা খোলা। যখন তখন আমাকে জিজ্ঞাসা করতে পারিস।’

আপনি বন্ধু হিসেবে দেখেন। কিন্তু বাপ্পি চৌধুরী কি আপনাকে বন্ধু হিসেবে দেখতেন? উত্তরে মিতু বলেন, ‘‘এটা একটা প্রশ্ন! বাপ্পি এখন অনেক কিছু অস্বীকার করবে, হয় তো স্বীকার করবে কিন্তু আমার কাছে সবসময় বন্ধু ছিল। সে সময় সংবাদমাধ্যমে নিজের মুখে বাপ্পি বলেছিল, ‘আমেরিকা প্রবাসী এক মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে।’ সে সময় ওই (নাম প্রকাশে অনিচ্ছুক) হিরোইনটা আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। বাপ্পি তখন আমাকে ওই আমেরিকায় বসবাসরত মেয়েটার ছবি এনে দেখিয়ে বলেছিল, দোস্ত মেয়েটা দেখতে কেমন? মেয়েটার ছবি দেখে আমি প্রথমেই বলেছিলাম, তোর যে কোয়ালিটি তোর থেকে ভালো। দুষ্টমি করে কথাটা বলেছিলাম। ওর সঙ্গে আমার দুষ্ট-মিষ্ট একটা সম্পর্ক ছিল।’’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: