সংগৃহীত
খালিদ বিন মোসেন শারি, সৌদি আরবের নাগরিক। বিশ্বের সবচেয়ে মোটা মানুষ হিসেবে তার নাম শুরুতেই ছিল। তার ওজন ছিল ৬১০ কেজি। সময়টা ২০০৩ সাল। শরীরের বাড়তি ওজনের কারণে খালিদ কোনো কাজই করতে পারতেন না। তার খাওয়া-দাওয়া, প্রাতঃকৃত্য সব কিছুই ছিল বিছানায়।
এত ওজনের কারণে খালিদের শরীরে দেখা দিয়েছিল নানান ধরনের শারীরিক জটিলতা। ধীরে ধীরে যা তাকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় খালিদকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পাশে এসে দাঁড়ান সৌদি রাজা আবদুল্লা। এরপর একটি জটিল চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় ৬১০ কেজি ওজনের খালিদের।
রাজা আবদুল্লা সম্পূর্ণ বিনামূল্যে খালিদের চিকিৎসার ব্যবস্থা করেন। সৌদির জাজেন থেকে চিকিৎসার জন্য তাকে রিয়াধের কিং ফাহাদ মেডিক্যাল সিটিতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বিশেষ ধরনের শয্যায় রাখার ব্যবস্থা করা হয় তাকে। যেহেতু ৬১০ কেজির খালিদের একচুল নড়চড়ার ক্ষমতা ছিল না তাই ৩০ জন চিকিৎসকের একটি দল গঠন করা হয় বিরল রোগের চিকিৎসার জন্য। ডাক্তারদের পরামর্শ মতো তৈরি হয় খাদ্যতালিকা বা ডায়েট চার্ট।
সূত্র: জাগো নিউজ ২৪