সংগৃহীত
সমন্বিত পাঁচ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’ এর ৭৮৭টি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর)’–এর ২০২২ সালভিত্তিক ৭৮৭টি (সোনালী ব্যাংক পিএলসি-৫৩৫টি, জনতা ব্যাংক পিএলসি-৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি-৪টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-১৫৯টি, প্রবাসীকল্যাণ ব্যাংক-৩৯টি) শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
এমসিকিউ ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা ২০ আগস্ট পর্যন্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
নির্ধারিত তারিখের পরে কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের info.bscs@bb.org.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো