সংগৃহীত
বর্ষার মৌসুমে বাঙালিদের সবার ঘরেই কমবেশি ইলিশের পদ তৈরি হয়। ইলিশ ভাপা, পাতুরি কিংবা পাতলা ঝোল তো প্রায়ই খান, এবার না হয় ইলিশের লটপটি খেয়ে প্রাণ জুড়ান।
সামান্য কিছু মসলা দিয়েই রাঁধতে পারবেন ইলিশের এই পদটি।
তো আর দেরি না করে দেখে নিন রেসিপিটি-
উপকরণ
১. ইলিশ মাছ ৬ টুকরো
২. নারকেল কোরানো ১ কাপ
৩. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ
৪. মরিচের গুঁড়া ১ চা চামচ
৫. সরিষার তেল পরিমাণমতো
৬. লবণ ও চিনি স্বাদমতো
৭. কাঁচা মরিচ ৫-৬টি
৮. লেবুর রস ১ টেবিল চামচ
পদ্ধতি
কাটা-ধোয়া ইলিশ মাছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে আধা ঘণ্টা রেখে দিন। এবার কোরানো নারকেল, কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, চিনি ও অল্প পানি ব্লেন্ড করে নিন।
প্যান গরম করে ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়ে নারকেল ও মসলার মিশ্রণটি মাছের গায়ে ভালো করে মেখে নিন। এবার সামান্য পানি দিন।
তারপর কাটা কাঁচা মরিচ ছড়িয়ে মাছগুলো ঢেকে রান্না করে নিন ৫ মিনিট। তারপর ঢাকনা খুলে মাছের উপর লেবুর রস ছড়িয়ে দিন। ব্যাস তৈরি ইলিশের লটপটি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের এই দুর্দান্ত পদ।
সূত্র: ডেইলি বাংলাদেশ