শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বেলকুচিতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

বেলকুচিতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৫টি ভেন্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যস্তবায়নে ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বেলকুচি শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৬শে ফেব্রুয়ারি বিকালে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভেন্যুর একটি খেলা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজেশন ইউনিসেফ বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি লায়লা ইয়াসমিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে পারলেই আজকের শিশুরা ভবিষ্যৎ এ ভালো কিছু করতে পারবে। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন করলে শিক্ষার্থীরা তাহলে মোবাইলে আসক্ত হবে না। মাদকের দিকেও যাবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: