সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যালেরিয়া টিবি এইচআইভি ও কোভিড ১৯ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
রোববার, সকাল ১১ টায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী ও ব্রাক চৌহালী উপজেলার আয়োজনে ডেঙ্গু, ম্যালেরিয়া, টিবি এইচআইভি ও কোভিড ১৯ ‘র উপরে উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক শামছুর রহমানের সভাপতিত্বে সভায় এসব রোগের প্রতিকার ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ক আলোচনা করেন ব্র্যাকের টিবি, ডেঙ্গু, ম্যালেরিয়া নির্মূল কর্মসুচি প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কাদের। স্বচেতনতামূলক বক্তব্য রাখেন, মেডিক্যাল অফিসার ( গাইনি) আসমা ফেরদৌসী। এসময় ব্রাকের পিও টিবি রুবিয়া খাতুন, খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ, চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলী,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, ইউপি সদস্য, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
আলোকিত সিরাজগঞ্জ