শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে বড় দিন পালন

সিরাজগঞ্জে বড় দিন পালন

সংগৃহীত

যীশু এসেছিল শান্তির বাড়তা নিয়ে সকলের পাপ মোচনের জন্যে। তার সেই আগমনকে চির অম্লান করে রাখতে সিরাজগঞ্জে খ্রিষ্টান ধর্মালম্বীরা যথাযথ মর্যাদায় তাদের বড় ধর্মীয় উৎসব বড়দিন পালন করছে।

সোমবার বেলকুচি উপজেলার ট্যাংগাইসা গীর্জায় তারা নাচ-গান সহ উৎসব মুখর পরিবেশের মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনা করে এক বিশেষ প্রার্থনায় সমবেত হয়। এসময় পাল পুরহিত হিসাবে গীর্জায় ধর্মীয় আরাধনা পরিচালনা করেন ফ্যাদার কার্লো বুর্জি।

পরে মিষ্টি বিতরন, কীর্ত্তন ও ভোজের মাধ্যমে উৎসবের সমাপ্ত হয়।

ফ্যাদার কার্লো বুর্জি বলেন, যীশু খ্রীষ্ট গোয়াল ঘরে জন্ম নিয়েছে মানবতার দর্শন সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার জন্য। তার কাছে উঁচু নিচু সব সমান। আজকের এ দিনে আমরা প্রতিটি বাড়ির মঙ্গল কামনা করছি। বিশ্ব শান্তি সর্বোচ্চ অটল থাক এটাই আজকের দিনে আমাদের প্রত্যাশা।

এছাড়া আদিবাসী অধ্যুষিত তাড়াশের গুল্টা আবে মারিয়া গীর্জায় একই ভাবে ক্রিস মাচ ডে পালন করা হচ্ছে।

সর্বশেষ: