সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফরিদ হোসেন (২৬) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
এসময় তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি ও ১টি মোবাইল জব্দ করা হয়। সে শাহাজাদপুর উপজেলার বড়বাশুরিয়া গ্রামের মো. ফরমান হোসেনের ছেলে।
এর আগে সোমবার রাত সাড়ে আট-টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার,কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার সময় র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোঃ ফরিদ হোসেন (২৬) নামের ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি সিএনজি, ০১টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিএনজি যোগে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহজাদপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।