সংগৃহীত
সিরাজগঞ্জের বেলকুচিতে দেশের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল থেকে পরিচালিত শাহীন স্কুল বেলকুচি শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতীস্থ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শাহীন স্কুল বেলকুচি শাখার আয়োজনে এ পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে ৭টি স্টলে প্রায় ৫০ ধরনের বাহারি রকমের পিঠার আয়োজন করা হয়।
শাহীন স্কুলের পরিচালক নূরুল হকের সঞ্চালনায় ও নির্বাহী শাখা পরিচালক আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রামকৃষ্ণ মজুমদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান প্রমূখ।