সংগৃহীত
‘আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উল্লাপাড়ায় শুরু হতে যাচ্ছে বইমেলা। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে উল্লাপাড়ায় শুরু হবে ৩দিন ব্যাপী চতুর্দশ গ্রন্থমেলা।
গ্রন্থমেলায় উল্লাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন বিকেলে শিশু কিশোর শিল্পীদের সমন্বয়ে আলোচনা সভা, বিতর্ক অনুষ্ঠান, সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনন্য একটি বিষয় হলো- মেলাটি আয়োজিত হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের দেয়া অর্থে। প্রতিটি শিক্ষার্থী প্রতি মাসে আট আনা চাঁদা দেয় বছরে এভাবে মোট ছয় টাকা চাঁদা দেয়। তাদের অর্থে আয়োজিত হয় চমৎকার এই বইমেলা। ২০১০ সাল থেকে এই গ্রন্থমেলার আয়োজন করে আসছেন উপজেলা প্রশাসন। প্রতি বছর উপজেলা পরিষদ চত্বরে গ্রন্থমেলার আয়োজন করে থাকেন।
বইমেলা ঘিরে উল্লাপাড়া উপজেলা চত্বরে প্রায় ৭০ টি স্টল বসেছে। এসব স্টল সাজানো হয়েছে নান্দনিকতার ছোঁয়ায়। এতে মেলার বাহ্যিক সৌন্দর্য যেমন বাড়বে, পাঠকদেরও আকৃষ্ট করবে।
প্রতিবছরের মতো এবছরও স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।