শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে কাজ করছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ

ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করতে কাজ করছে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ

সংগৃহীত

এবার ঈদুল ফিতরে কর্মজীবীরা পেয়েছেন লম্বা ছুটি। এর সঙ্গে যোগ হয়েছে বাংলা নববর্ষের ছুটি। প্রিয়জনদের সঙ্গে লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকেই। যার কারণে মহাসড়কে একটু একটু করে বাড়তে থাকে গাড়ি। তবে কোন যান-জট চোখে পড়েনি৷

ঈদের ৫ম দিন সোমবার (১৫ই এপ্রিল) সকাল থেকেই হাটিকুমরুল গোলচত্বর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ঈদ এর যাত্রা নির্বিঘ্নে করার জন্য হাইওয়ের বগুড়া রিজিওনের পুলিশ সুপার মহোদয় ঈদ-পরবর্তী যাত্রায় নতুন কিছু নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরার যাত্রা এখনো শুরু হয়েছে, এবারের ঈদ-পরবর্তী যাত্রা মূলত সোমবার (১৫ এপ্রিল) থেকে শুরু হবে৷ আগামী ১৬ই এপ্রিল মহাসড়কে যানবাহনের চাপ থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ঈদযাত্রার মতো ঈদ-পরবর্তী যাত্রাও সুন্দর ও নির্বিঘ্ন হবে৷ ঈদ যাত্রাকে নির্বিঘ্নে করার জন্য মাঠে সর্বাত্বক চেষ্টা করছেন হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ সদস্যরা৷

সর্বশেষ: