শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে অবৈধভাবে মোটরসাইকেল চালানোর দায়ে জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে মোটরসাইকেল চালানোর দায়ে জরিমানা

সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলার বিভিন্ন স্থানে লাইসেন্সবিহীন অবৈধভাবে মোটরসাইকেল চালানোর দায়ে ৬ চালককে অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান তাদেরকে মোট ১৭শ টাকা জরিমানা করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক কাগজপত্র বিহীন অবৈধভাবে মটর সাইকেল চলাচল করে। এসব মটোরসাইকেল চালকদের বয়স ১৮ বছরের চেয়ে কম। এসব অভিযোগে মঙ্গলবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়। তাদের গ্রামের বাড়ি একই এলাকার বিভিন্ন স্থানে এছাড়া তাদেরকে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরিধান, প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা ও অধিক আরোহী বহন না করার ব্যাপারে সতর্ক করা হয়। এ সময় পেশকার মনিরুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ: