শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শৈত্যপ্রবাহে কাবু দেশ, থাকবে পুরো মাস

শৈত্যপ্রবাহে কাবু দেশ, থাকবে পুরো মাস

সংগৃহীত

সারাদেশে কুয়াশার দাপটে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাতে শীতের অনুভূতি বেশি হবে। এছাড়া মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।

কোনো অঞ্চলে ঘন কুয়াশা থাকলে সূর্যের তাপ কমে শীতের অনুভূতি বেড়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যে কারণে এই ছয় জেলায় শীতের তীব্রতা অন্য এলাকার চেয়ে বেশি।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। জানুয়ারি মাসের বাকি সময় দেশের কোনো না কোনো এলাকায় শৈত্যপ্রবাহ থাকবেই। কোনো অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দেবে, আবার কোনো অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ সরে যাবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: