শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

একটি বৃষ্টি

মোহাম্মদ মেহেদী পাঠান

মোহাম্মদ মেহেদী পাঠান

একটি বৃষ্টি তোমার আমার প্রেমের প্রতিচ্ছবি ।
একটি বৃষ্টি চোখের সামনে হাজার
স্মৃতির ছড়াছড়ি ।
একট বৃষ্টি তোমাকে নিয়ে
বিরামহীন কল্পনা ।
একটি বৃষ্টি কিছু সময় বেকার বসে থাকা ।
একটি বৃষ্টি নতুন করে রংধনুর ন্যায় শত
কষ্টের উকিঝুকি।
একটি বৃষ্টি মনের ভিতর গুড়ুম গুডুম শব্দে
বজ্রপাত ।
একটি বৃষ্টি নিজেকে জলে ভিজিয়ে
তোমাকে ভুলে যাওয়ার ব্যর্থ চেষ্টা ।
একটি বৃষ্টি অতীত এবং বর্তমান সময়ের
তারতম্য বিশ্লেষণ।
একটি বৃষ্টি তোমাকে আবারো
ফিরে পাওয়ার প্রত্যাশা ।
একটি বৃষ্টি তোমাকে নিয়ে লেখা
এই কবিতা ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: