শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ইসলামিক জীবন

মুসলমানদের একে অপরের প্রতি যেসব হক রয়েছে

মুসলমানদের একে অপরের প্রতি যেসব হক রয়েছে

সংগৃহীত

মানুষ সামাজিক জীব। একা বাস করতে পারে না। সমাজ জীবনে চলতে গেলে প্রতিনিয়তই পরস্পরের সঙ্গে দেখাসাক্ষাৎ হয়ে থাকে। মানুষের চারপাশে থাকা সমাজের এক জনের সঙ্গে অপর জনের অধিকার সম্পর্কে হাদিসে দিক-নির্দেশনা এসেছে।

আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি। জিজ্ঞাসা করা হল, সেগুলো কী, ইয়া রাসুলাল্লাহ! ইরশাদ করলেন (সেগুলো হলো-)

১. তার সঙ্গে তোমার সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া।  

২. তোমাকে দাওয়াত করলে তা তুমি গ্রহণ করবে।  

৩. সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে, তুমি তাকে সৎ পরামর্শ দিবে।  

৪. সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য তুমি (ইয়ারহামুকাল্লাহ বলে) রহমতের দোয়া করবে।  

৫. সে অসুস্থ হলে তার সেবা-শুশ্রূষা করবে এবং

৬. সে মারা গেলে তার (জানাজার) সঙ্গে যাবে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: