সংগৃহীত
এ বছরই শাহরুখ খানের তৃতীয় ছবি ডাঙ্কি মুক্তি পাচ্ছে। ডিসেম্বরের ১ তারিখ মুক্তি পেয়েছে ছবির তৃতীয় গান ‘নিকলে থে কভি হাম ঘরসে’। ইতোমধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে সোনু নিগমের গাওয়া সেই গানটি। শাহরুখ নিজেও জানিয়েছেন, এটাই তার পছন্দের ‘ডাঙ্কি’র প্রিয় গান।
সম্প্রতি এএসকেএসআরকে সেশনে, ‘নিকলে থে কভি হাম ঘরসে’ গানটি নিয়ে কথা বলেছেন বলিউড বাদশা। কিং খানের উদ্দেশ্যে এক অনুরাগী লিখেছেন, ‘আপনি এই গানটি দিয়ে আমাদের ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলেছেন। আপনার মানসিক দুর্বলতা কি?’
উত্তরে কিং খান লিখেন, ‘আমার যতদূর মনে হয় আমার পরিবারই আমার দুর্বলতা। এটাই সবার ক্ষেত্রে নয় কি?’ আরও একজন লেখেন, ‘স্যার, এই গানটি আমাকে বাড়ির কথা মনে করিয়ে দিয়েছে। আপনি প্রথম যখন এটা শুনেছিলেন তখন কি একই অনুভূতি হয়েছিল?’
অনুরাগীর এই কথার উত্তর দিয়েছেন শাহরুখ। তিনি লিখেন, ‘হ্যাঁ, সত্যিই তাই, এটা আমাকে আমার বাবা-মা, আমার দিল্লির সেই পুরনো দিন, বন্ধুবান্ধব এবং সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কে ভাবতে মনে করিয়ে দেয়। খুব আবেগপ্রবণ করে তোলে।’
শাহরুখ লিখেন, যেখানে হৃদয় জুড়ে আছে, সেটাই হল ঘর, যেখানে হৃদয় জুড়ে নেই, সেটা কীভাবে ঘর হবে? আমারও একটা সুন্দর শৈশব ছিল, আমি আমার বাবা-মাকে ভীষণ মিস করি।
সূত্র: DHAKA POST