ডোপিং বিতর্ক পেরিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিনার
চলতি বছরের মার্চে ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতায় খেলার সময় ইয়ানিক সিনারের শরীরে ডোপ টেস্টের সময় ক্লোস্টেবল নামের এক পদার্থের উপস্থিতি পাওয়া গিয়েছিল। বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় ডোপিংয়ের দায়ে সাময়িকভাবে তখন নিষিদ্ধ হয়েছিলেন। আপিল আবেদনে নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হওয়ায় আবারো কোর্টে নামার অনুমতি পান। ইতালিয়ান তারকা সকল হতাশা ও মানসিক চাপ দূরে সরিয়ে জিতে নিলেন ইউএস ওপেনের শিরোপা।