শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মায়ামিতে মেসির সঙ্গে খেলতে চান নেইমার!

মায়ামিতে মেসির সঙ্গে খেলতে চান নেইমার!

সংগৃহীত

২০২৩ সালে পিএসজির জার্সিতে একসঙ্গে মাঠ মাতিয়েছিলেন আর্জেন্টিনা ও ব্রাজিলের তারকা ফুটবলার লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। এরপর দুজন যোগ দেন ভিন্ন দুই ক্লাবে। বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলছেন মেসি, আর নেইমার আছেন আল হিলালে।

বর্তমানে সৌদিতে খেললেও অন্তত এক মৌসুম মেসির সঙ্গে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার এমন ইচ্ছা প্রকাশে অনেকেই স্বপ্ন দেখছেন ইন্টার মায়ামিতে হয়তো একই সঙ্গে দেখা যেতে পারে মেসি-নেইমারকে। যদিও সেক্ষেত্রে মিলতে হবে নানা শর্ত।

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করে নেইমার বলেন, ‘আশা করি আবার মেসির সঙ্গে খেলবো। সে খুবই ভালো মনের মানুষ। ফুটবলের সবাই তাকে চিনে। আমি মনে করি মায়ামিতে সে ভালো আছে। সে খুশি থাকলে আমিও খুশি।’

অন্তত এক মৌসুম মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছে প্রকাশ করে নেইমার বলেন, ‘আসলে আমি ঠিক জানি না আবার ব্রাজিলের ক্লাবে খেলবো কিনা। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে পছন্দ করবো। অন্তত একটি মৌসুমও যদি খেলতে পারি ভালো লাগবে।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: