শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিশ্বকাপের আগে বাটলারদের ওপর চটলেন ইরফান

বিশ্বকাপের আগে বাটলারদের ওপর চটলেন ইরফান

সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম। আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে জমজমাট এই আসর। এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। অনেকেই খেলছে টি-২০ সিরিজ।

এদিকে ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এখনো লিগপর্বের খেলা শেষ হয়নি। প্লে-অফের সব ম্যাচ বাকি। এরই মধ্যে আইপিএল রেখে দেশে চলে যাচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আর তাতেই চটেছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।

পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। মূলত সে কারণেই নিজ দেশে ফিরতে হচ্ছে তাদের। এমনকি ক্রিকেটারদের দেশে ফিরে যেতে নির্দেশনাও দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। যে কারণে এক রকম বাধ্য হয়েই আইপিএল ছাড়তে হচ্ছে ইংলিশ ক্রিকেটারদের।

আইপিএলের বড় ম্যাচগুলোতে থাকবেন না জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস ও লিয়াম লিভিংস্টোনসহ ৮ ক্রিকেটার। তবে ইংলিশ ক্রিকেটার ও বোর্ডের এমন সিদ্ধান্তে বিরক্ত ভারতীয়রা। 

সামাজিক যোগাযোগ এক্সে কঠিন হুঁশিয়ারি দিয়ে ইরফান লেখেন, ‘হয় পুরো সেশন খেলবেন, আর না হয় আইপিএল খেলতে আসবেন না।’

প্রসঙ্গত, লিগপর্বে এখনো ৪ ম্যাচ বাকি আইপিএলের। এরপর প্লে-অফে হবে দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। আগামী ২৬ মে চেন্নাইয়ে হবে ফাইনাল ম্যাচ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: