বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

পাকিস্তানের মাটিতে সাইফ-জাকেরের সেঞ্চুরি

পাকিস্তানের মাটিতে সাইফ-জাকেরের সেঞ্চুরি

সংগৃহীত

জাতীয় দলের পাশাপাশি পাকিস্তানে সিরিজ খেলছে  বাংলাদেশ‘এ’ দল। পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে সফরকারীরা। এরপর সাইফ হাসান ও জাকের আলী অনিকের জোড়া সেঞ্চুরিতে দলীয় স্কোর সাড়ে তিনশ রান ছুঁইছুঁই করছে।

ইসলামাবাদ ক্লাব মাঠে খেলার প্রথম দুই দিন বৃষ্টিতে ভেসে যায়। বৃহস্পতিবার তৃতীয় দিন মাঠে গড়ায় ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ৩৪৬ রান তুলেছে। 

দলীয় ১৯ রানে ২ উইকেট হারিয়ে টাইগাররা চাপে পড়ে। অধিনায়ক এনামুল হক বিজয় ও নাঈম শেখ যথাক্রমে ৭ ও ৯ রানে গুলাম মুদাসসারের শিকারে পরিণত হন। তৃতীয় উইকেটে সাইফ ও শাহাদাত হোসেন দীপু ৫৫ রান যোগ করে শুরুর ধাক্কা সামলান। ক্রিজে থিতু হতে থাকা দীপু ৩৭ বলে ৪টি চারে ২৩ রান করে সাজঘরে ফেরেন। খানিক পর রানের খাতা খোলার আগেই আউট হন তাওহীদ হৃদয়। 

৭৭ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া দলকে দারুণভাবে টেনে তোলে সাইফ-জাকের জুটি। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ১৩১ রান। শতক হাঁকিয়ে ১৬৫ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১১ রানের ইনিংস খেলেন সাইফ। মেহরান মুমতাজের বলে নিয়াজ খানের হাতে ধরা পড়লে সাইফ বিদায় নেন।    

ষষ্ঠ উইকেটে আবারো ১৩১ রানের জুটি হয়, এবার জাকেরের সঙ্গী, মাহিদুল ইসলাম অংকন। শান্ত মেজাজে রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পান জাকের। 

শেষ বিকেলে মাহিদুল ১০২ বলে ৩ চারে ৩৯ রানের ইনিংস খেলার পর রান আউটে ফেরেন। জাকের অবশ্য ২৪৪ বলে ১৪ চার ও ৪ ছক্কায় ১৩৬ রানে অপরাজিত থাকেন। তানজিম হাসান সাকিব রানের দেখা না পেলেও ১৭টি বল খেলে দিন পার করায় ভূমিকা রাখেন।

পাকিস্তান শাহিনসের পক্ষে দুটি করে উইকেট নেন মুদাসসার ও মেহরান। একটি উইকেট পান আবরার আহমেদ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ: